Speech Therapy Department

স্পীচ থেরাপি শাখাঃ

সাহিক উপ-কেন্দ্রের এই শাখায় বধিরতাহীন বাক-প্রতিবন্ধী রোগীদের স্পীচ থেরাপি প্রদান একটি বিশেষ কাজ। এছাড়াও এই শাখায় তোতলানো, উচ্চারণজনিত সমস্যা, গলার স্বর পরিবর্তন হওয়া জণিত সমস্যা এবং স্ট্রোক এর রোগীদেরকেও স্পীচ থেরাপি প্রদান করা হয়। অত্র উপ-কেন্দ্রে ২০০১ সালের মার্চ মাস থেকে স্পীচ থেরাপি সেবা প্রদান শুরু করে। বর্তমানে দক্ষ স্পীচ থেরাপিষ্টের ব্যবস্থাপনায় উক্ত শাখার কাজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন এই শাখায় ৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ থেরাপিষ্ট স্পীচ থেরাপি সেবা প্রদানে নিয়োজিত আছে।