Outdoor

নাক, কান ও গলা রোগের রোগীদের বহির্বিভাগ শাখাঃ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই উপ-কেন্দ্রে নাক, কান ও গলা রোগের বহিবির্ভাগীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এই বিভাগে আগত ই.এন.টি সেবা গ্রহীতা নতুন রোগীদের ক্ষেত্রে প্রথম সাক্ষাে তর দিন নিবন্ধন ফিস বাবদ জনপ্রতি মানভেদে ২০০/২৫০ অথবা ৩০০ টাকা নেওয়া হয় এরপর প্রতি সাক্ষাতে (১ মাসের মধ্যে) জনপ্রতি ১৫০ অথবা ২০০ টাকা নিবন্ধন ফি নেওয়া হয়। এই বিভাগে আগত ই.এন.টি রোগীদের মধ্যে যাদের অপারেশন এর প্রয়োজন হয় তাদেরকে এই উপকেন্দ্রে স্থাপিত ১০ শয্যা বিশিষ্ট ডে-কেয়ার হসপাতালের মাধ্যমে অপারেশন এর জন্য নির্বাচন করা হয় এবং অত্র হাসপাতালে নাক, কান ও গলা রোগের যাবতীয় অপারেশন অত্যন্ত সুলভ মূল্যে করা হয়।

এছাড়াও এই বিভাগে আগত শিশু রোগীদের মধ্যে যারা কানে শুনে না এই সমস্ত রোগীদের মধ্য থেকে অত্র উপকেন্দ্রে স্থাপিত বধির শিশুদের সম্বন্বিত প্রাক-বিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করা হয়। এই বিভাগে আগত রোগীদের মধ্যে কানে কম শোনা রোগীদের শুনানি পরীক্ষার জন্য নির্বাচন করে অত্র উপ-কেন্দ্রে স্থাপিত অত্যাধুনিক শব্দ ও শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই বিভাগে আগত শিশু রোগীদের মধ্যে যারা কানে শুনে কিন্তু কথা বলতে সমস্যা আছে সেই সমস্ত রোগীদেরকে অত্র উপ-কেন্দ্রে স্থাপিত স্পীচ থেরাপি বিভাগের জন্য নির্বাচন করা হয়। এখানে উল্লেখ্য যে অত্র উপ-কেন্দ্রের যে কোন শাখায় ফি প্রদানে অক্ষম রোগীদের বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।