Hearing Impaired children’s school

বধির শিশুদের সমন্বিত প্রাক-বিদ্যালয় শাখা:

কর্মকান্ডের বিবরণ নিম্নরূপ:

ক) নিয়মিত ক্লাসে বধিরতারজনিত বোবা শিশুদের ভাষা শিক্ষাদানের বিবরণঃ বধিরতাজনিত বোবা শিশুদের অত্র উপ-কেন্দ্রের বধির শিশুদের সমন্বিত প্রাক-বিদ্যালয়ে ভাষা শিক্ষাদানের জন্য ভর্তি করা হয়। উক্ত শাখায় ভর্তির বয়স সীমা ৩ থেকে ৬ বৎসরের মধ্যে হতে হয়। ১৯৯৬ সাল থেকে বধির শিশুদের সমন্বিত প্রাক-বিদ্যালয়ে ভাষা শিক্ষা প্রদানের জন্য ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ১৯৯৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৫১৬ জন ছাত্র-ছাত্রী অত্র শাখায় ভর্তি হয় এবং দুই শিল্টে ক্লাশ চলে। উক্ত মেয়াদে সফলভাবে ভাষা প্রশিক্ষণ সমাপ্ত করে ১৮০ জন ছাত্র-ছাত্রী ছাড়পত্র নিয়ে যায় এবং তারা স্বাভাবিক ছাত্র-ছাত্রীদের সাথে লেখাপড়ার জন্য স্বাভাবিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে। উক্ত মেয়াদে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ভিতর বিভিন্ন কারণে ভাষা প্রশিক্ষণ সমাপ্ত না করে ২৯০ জন ছাত্র-ছাত্রী অত্র প্রাক-বিদ্যালয় ত্যাগ করে। বর্তমানে নিয়মিত ৫৪ জন ছাত্র-ছাত্রী অত্র প্রাক-বিদ্যালয়ে অধ্যয়নরত আছে এবং এদের মধ্য থেকে ডিসেম্বর ২০২৩ইং মাসে ৮জন ছাত্র-ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়। এখানে উল্লেখ্য যে ৩ থেকে ৬ বছর বয়সী বধীর শিশুদেরকে আমরা Cochler Implant করার মাধ্যমে বিশেষ স্কুলে ভর্তির পরামর্শ দিয়ে থাকি। আর যারা Cochler Implant করতে অপারগ তাদেরকে শ্রবণ যন্ত্রের সাহায্য শুনানির ব্যবস্থা করে আমাদের সমন্বিত প্রাক-বিদ্যালয়ে ভর্তির জন্য পরামর্শ দিয়ে থাকি।

খ) প্যারেন্টস গাইডেন্স ক্লাশঃ এই ব্যবস্থায় ৩ বছর বয়সের কম বয়সী বধির শিশুদের অভিভাবকদের বধিরতা আক্রান্ত শিশুকে ভাষা শিক্ষাদানের প্রশিক্ষণ প্রদান করা হয়। যাহাতে অভিভাবকরা উক্ত শিশুকে বাড়িতে ভাষা শিক্ষাদান করতে পারেন।

গ) একক ক্লাশঃ ৬ বছর বয়সের উপরের বধির শিশুদের একক ক্লাসে ভাষা শিক্ষা দান করা হয়।

ঘ) প্রকট বধিরতা জনিত বোবা শিশুদের সহায়তা দানের ব্যবস্থা অত্র উপ-কেন্দ্রে নেই। তাই উক্ত মেয়াদে এই রূপ সেবা নিতে আসা বোবা ছাত্র-ছাত্রীদেরকে ঈশারা স্কুলে (School for Sign-Lan- guage) ভর্তির পরামর্শ দেয়া হয়।