SAHIC

বধিরতা-অন্ধত্বের ন্যায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি শারিরীক অসম্পূর্ণতা। মহিয়সী হেলেন কেলার এর মতে (যিনি একাধারে অন্ধ, বধির ও বোবা ছিলেন) বধিরতা অন্ধত্বের মত ভয়াবহ প্রতিবন্ধকতা না হলেও এর সমস্যা অনেক গভীর ও জটিল। বধিরতা আক্রান্ত ব্যক্তি স্বজন থেকে বিচ্ছিন্ন থাকে এবং বুদ্ধিজীবিদের সঙ্গ থেকে বঞ্চিত হয়। দুভার্গ্যজনক হলেও সত্যি যে বধিরতা লুকায়িত বিকলাঙ্গতা হওয়ায় সহজে ধরা পড়ে না। ফলে বধির রোগীরা সমাজ ও স্বজনদের সহমর্মিতা পেতে ব্যর্থ হয়। এ কারণে বধিরতার বিড়ম্বনা নিজেকে ও নিজ পরিবারকেই ভোগ করতে হয়।

প্রযুক্তিগত উন্নতি এবং তার বাস্তব প্রয়োগের সফলতা আমাদের আজ এমন একটি পর্যায়ে এনে পৌছিয়েছে যে, এ দেশেও বধিরদের সময়মত।

উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এরাও সমাজের অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করে অর্থবহ জীবনযাপন করতে সক্ষম হবে।