Introduction of Sahic Chittagong sub-center

সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের পরিচিতি

সাহিক, চট্টগ্রাম উপ-কেন্দ্র নৈসর্গিক ও মনোরম পরিবেশে নিজস্ব ভবনে

চট্টগ্রাম শহরের ফয়’সলেকছু স্বাস্থ্য পল্লীতে অবস্থিত। সাহিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক (ডাঃ) এম নূরুল আমিন জাতীয় জীবনে চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে ঢাকার বাহিরে প্রথমে সাহিকের উপ-কেন্দ্র স্থাপনের জন্য চট্টগ্রামকে পরবর্তী স্থান হিসেবে নির্বাচন করেন এবং ২রা জুন ১৯৯২ সালে এই উপ-কেন্দ্রের জন্য একটি কার্যকরী পরিষদ গঠন করেন। উক্ত কার্যকরী পরিষদ বন্দর নগরী চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি বাড়ি ভাড়া করে প্রাথমিকভাবে সাহিক চট্টগ্রাম উপ-কেন্দ্রের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে অধ্যাপক (ডাঃ) এম, এন আমিনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন মাননীয় মন্ত্রী জনাব ডক্টর কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের বিশেষ অনুগ্রহে চট্টগ্রামের পাহাড়তলীতে জুন ১৯৯২ সনে বাংলাদেশ রেলওয়ে থেকে এক খন্ড জমি অনুদান হিসেবে লাভ করতে সক্ষম হন। উক্ত জমিতে সাহিক ঢাকার কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় সাহিক, চট্টগ্রাম উপ-কেন্দ্রের জন্য তহবিল সংগৃহিত হয় ও ১৯৯৮ সনে বর্তমান ভবনের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে একতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষে ভাড়া বাড়ি থেকে আগষ্ট ১৯৯৯ সালে স্থানান্তরিত হয়ে নিজস্ব ভবনে সাহিক, চট্টগ্রাম উপকেন্দ্রে কার্য্যক্রম শুরু করে। বর্তমানে সাহিক চট্টগ্রাম-উপকেন্দ্রের নিজস্ব ভবনটি ৪র্থ তলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।